Header Ads

MS Excel Tutorial In Bangla | Microsoft Excel Tutorial in Bangla | মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল ।উপরের ভিডিও দেখে আপনি শিখতে পারবেনঃ

<> এক্সেল কিভাবে সহজে শিখবেন
<> এক্সেল সহজে শিখার শর্টকার্ট টিপস ইত্যাদি ।
<> এক্সেল নতুনদের জন্য টিপস ।

মাইক্রোসফট এক্সেলঃ 

 ( শিখতে সরাসরি উপরের ভিডিওতে  চলুন /এখানে কিছু সাধারন আলোচনা         করা হল )

সহজ ভাষায় বললে মাইক্রোসফট এক্সেল বলতো হিসাব-নিকাশের  কাজে যা ব্যবহৃত হয়। 


অন্যান্য পরিসরে যদিও গবেষণার কাজে ও বা পরিসংখ্যানের কাজে ব্যবহৃত হয়। 
কিন্তু সারা পৃথিবীতে হিসাব নিকাশের কাজের জন্যই মাইক্রোসফট এক্সেল জনপ্রিয়।
ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd
__________________________________

মাইক্রোসফট  অফিসের এর একটি গুরুত্বপূর্ণ অপশন হল মাইক্রোসফট এক্সেল।
আপনি আধাঘন্টা একঘন্টা অথবা একদিনে ছোট টিউটোরিয়াল দেখে সম্পূর্ণ এক্সেল কখনো শিখতে পারবেন না।
এজন্য আপনার প্রথমে কিছু বেসিক জ্ঞান দরকার এবং অবশ্যই পরবর্তিতে আপনার নিজস্ব চর্চা না থাকলে আপনি অচিরেই তা ভুলে যেতে পারেন।

একটা সময় ছিল যখন আমরা এক্সেল শিখেছি তখন কোচিং সেন্টার গুলোতে অনেক অনেক সুত্র মুখস্ত করিয়ে শিখা তো যা কিনা পরবর্তীতে কেউ মনে রাখতে পারতো কেউ রাখতে পারত না। বিষয়টা খুবই জটিল ছিল। এখনও কোচিং সেন্টার গুলোতে তাই করে ।
ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd

কিন্তু বর্তমানের এক্সেল এর নতুন সংস্করণগুলোতে কিছু শর্ট-কাট টুলস আছে যা দিয়ে আপনি শর্টকাট মেথডে  মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন।
তবে হ্যাঁ  আপনি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে হয়তো কোন এক্সেলের বিশেষজ্ঞ হবেন না , অন্তত আপনার বা অফিসের যাবতীয় এক্সেল কাজ আপনি নিজেই সারতে পারবেন।
---------------------------------------------------

  
আপনি অফিসার যে কোন বিভাগে চাকুরী করেন না কেন মাইক্রোসফট এক্সেল আপনার কাজের সহায়ক হবে।
শুধু যে একাউন্টস বা হিসাব নিকাশ এর কাজ এই এক্সেল ব্যবহৃত হয় ঠিক তা নয়। এই   ভিডিও টিউটোরিয়ালটি আপনার অফিসের হিসাব নিকাশ অথবা সাধারণ যে কোন কোন হিসাব নিকাশের কাজ আপনি সহজেই  করতে পারবেন এবং এই টিপস দেখে দারুন কিছু মনে রাখে শিখতে পারবেন আশা করি।
ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd
------------------------------------------------------ 
এই ভিডিও টিউটোরিয়ালটিতে যোগ, বিয়ো্‌ ভাগ, গু্‌ শতকরা, গড় ইত্যাদি কিভাবে শর্টকাটে বের করা যায্‌ তা শিখতে পারবেন।

দেখবেন উপরের শর্টকাট টিপস গুলো শিখে আপনি কিভাবে একটি বড় সেলারি শীট  বা যে কোন ধরনের হিসাব সাজিয়ে সহজেই তৈরি করতে পারবেন।
যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায়ের যাবতীয় হিসাব নিকাশ রাখতে পারবেন। 
--------------------------------------------------------------

অন্য বিবরনঃ

ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd
মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুকও বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কার্যক্ষেত্র (ওয়ার্কশীট) বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে বা সেলে আবার ২৫৬ টি কলাম এবং ৬৫,৫৩৬ টি রো থাকে। স্তম্ভ (কলাম) গুলোকে A,B,C...AA,AB... BA,BB, BC...IV ইত্যাদি নামকরণ করা হয় থাকে। অন্যদিকে সারি (রো) গুলোর নম্বর ১ থেকে শুরু করে ৬৫,৫৩৬ সারি এবং স্তম্ভের সমন্বয়ে তৈরি হয় এক একটি ঘর বা সেল। প্রতিটি কার্যক্ষেত্রে সর্বমোট ১৬,৭৭৭,২১৬ টি ঘর/সেল রয়েছে।

--------------------------------------------------------------------
সংক্ষিপ্ত ইতিহাসঃ

প্রথম সংস্করণ থেকে এক্সেল ম্যাক্রো ( পুনরাবৃত্তিমূলক কাজগুলির অটোমেশন) এবং ব্যবহারকারী সংজ্ঞায়িত ফাংশন (এক্সেলের বিল্ট-ইন ফাংশন লাইব্রেরির এক্সটেনশন) এর শেষ ব্যবহারকারী প্রোগ্রামিং সমর্থন করে।
এক্সেলের প্রাথমিক সংস্করণগুলিতে এই প্রোগ্রামগুলি একটি ম্যাক্রো ভাষায়
ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd
 লেখা হয়েছিল যার বিবৃতিগুলির সূত্র সিনট্যাক্স ছিল এবং বিশেষ উদ্দেশ্য ম্যাক্রো শীটগুলির (ফাইল এক্সটেনশান। উইন্ডোজ এক্সএক্সএমএল সহ সংরক্ষিত।) কোষগুলিতে বসবাস করেছিল।
এক্সএলএম এক্সেলের জন্য এক্সেলের জন্য ডিফল্ট ম্যাক্রো ভাষা ছিল । ভার্সন ৫.0 এর সাথে শুরু করে এক্সেল ডিফল্টরূপে ভিবিএতে ম্যাক্রো রেকর্ড করেছে তবে সংস্করণ ৫.0 এক্সএলএম রেকর্ডিংয়ের সাথে এখনও একটি বিকল্প হিসাবে অনুমতি দেওয়া হয়েছে। সংস্করণ ৫.0 এর পরে বিকল্পটি বন্ধ করা হয়েছিল। এক্সেলের সমস্ত সংস্করণ এক্সেলসহ ২০১০ একটি এক্সএলএম ম্যাক্রো চালানোর জন্য সক্ষম, যদিও মাইক্রোসফট তাদের ব্যবহারকে নিরুৎসাহিত করে।

-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------


ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bdভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd


 .

ভিডিও টিউটোরিয়ালের কিছু নমুনা চিত্র .abcbangla24bd
1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.